১৮ বছর বয়স থেকেই কর দিচ্ছি : পলক


প্রকাশিত: ০১:৪৫ পিএম, ০২ নভেম্বর ২০১৬

মাত্র ১৮ বছর বয়স থেকে কর দিচ্ছি বলে জানিয়েছেন তথ্য  যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বুধবার আয়কর মেলায় ট্যাক্স ক্যালকুলেটর অ্যাপসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পলক বলেন, আমি যখন এইচএসসি পরীক্ষা দেই, তখনি আমার মা আমার জন্য একটা ট্যাক্স ফাইল অপেন করে দেন। ওই সময় থেকেই আমি প্রতি বছর আয়কর দিয়ে আসছি।

তিনি আরো বলেন, অনেকে ট্যাক্স ফাঁকি দিয়ে নিজেকে একধরনের স্মার্ট মনে করেন। কিন্তু এখন সময় পাল্টেছে। যাদের মধ্যে অনেক বড় অ্যাম্বিশন থাকে তারা কর ফাঁকি দেয় না। কর প্রদানে আত্মবিশ্বাস ও মর্যাদা বাড়ে।   

এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপিতত্বে অনুষ্ঠানে অন্যান্য সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এমএ/এসআই/এএইচ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।