আন্দোলনে কৃষিখাত সবচেয়ে ক্ষতিগ্রস্থ : অর্থমন্ত্রী
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান অবরোধের কারণে কৃষিখাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
তিনি বলেন, কৃষিখাতে বাংলাদেশে বিপ্লব ঘটেছিলো। কিন্তু এই আন্দোলনের ফলে এ খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। এখনো রাজধানীর সঙ্গে অন্যান্য জায়গার যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। সোমবার দুপুরে সচিবালয়ে আরবিট্রেশন কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই মহিলা একটি দেশকে পুরো জিম্মি করে রেখেছেন। বিএনপি এমন একটি দল তারা জানে না কোনটা দেশের জন্য ভালো আর কোনটা দেশের জন্য খারাপ। তৈরি পোষাক খাতের ক্ষয় ক্ষতি বিষয়ক এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আমার জানা মতে তাদের উৎপাদন ঠিকিই আছে তাই এখাতে কোন ক্ষতি হয়নি। ফলে এখানে ক্ষতিপুরণ দেয়ার কোন প্রশ্নই আসে না।
নাগরিক সমাজের সাম্প্রতিক সংলাপের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, এটি তাদের একটি অকার্যকর উদ্যোগ। তাদের ওখানে কোন নিরপেক্ষ লোক নেই। থাকলে তারা খালেদা জিয়াকে অবরোধ বন্ধ করার জন্য বলতো।
এএইচ/আরআই