হরতালে দোকান ও বাণিজ্য-বিতানসমূহ খোলা রাখার সিদ্ধান্ত
বিএনপির আগামী ৭২ ঘন্টার হরতালে রাজধানী ঢাকাসহ সারাদেশের সমস্ত দোকান ও বাণিজ্য-বিতানসমূহ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি। শনিবার ঢাকা মহানগর দোকান মালিক সমিতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ ‘রাজনৈতিক অচলাবস্থা, সংঘাত-সহিংসতা বা অবরোধ-হরতালের মতো কর্মসূচি পরিহার করার আহবান জানান এবং একই সাথে দেশের ব্যবসা বাণিজ্য ধ্বংসের হাত থেকে রক্ষার উদ্দেশ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশের সমস্ত দোকান ও বাণিজ্য-বিতান সমূহকে যথাসময়ে খোলা রাখার আহবান জানিয়েছেন।
উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান অবরোধ কর্মসূচির মধ্যে আবারও রোবববার সকাল থকে আগামী ৭২ ঘণ্টার হরতাল আহবান করা হয়েছে।
আরএস/পিআর