২০১৬ সাল থেকে ৫ শতাংশ সবুজ অর্থায়ন
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, আগামী ২০১৬ সাল থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তার বিনিয়োগের ৫ শতাংশ সবুজ অর্থায়নে যেতে হবে। পরিবেশ বান্ধব অর্থায়ন ও সবুজ ব্যাংকিং নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক এটি নিশ্চিত করবে।
শনিবার রাজধানীর বনানীতে পলিসি রিচার্স ইন্সটিটিউটে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান ব্যবস্থাপক ড. আহসান এইচ মনসুর এতে সভাপতি ছিলেন। অর্থায়ন ও বস্ত্রখাতে টেকসই ও পরিবেশ বান্ধব বিনিয়োগ বিষয়ে এর আয়োজন করা হয়।
আতিউর রহমান বলেন, ব্যাংকগুলোকে সবুজ ব্যাংকিং এ উৎসাহিত করা হচ্ছে। আমরা অনেক দূর এগিয়েও এসেছি।
তিনি আরো বলেন, সবুজ অর্থায়নে ৪৭টি পণ্য ও সেবা ব্যাংকগুলোর জন্য নির্ধারণ করা হয়েছে। পূন অর্থায়ন কর্মসূচির আওতায় এসব সেবায় ব্যাংকগুলোকে বিনিয়োগ করতে হবে।
আতিউর বলেন, আমাদের বস্ত্র খাত অনেক দূর এগিয়ে গেছে। তবে এর পরিবেশগত ও স্বাস্থ্যগত দিক নিশ্চিত করার সময় এসেছে। এখন আমাদের এদিকে নজর দিতে হবে।
এসএ/এআরএস/এমএস