প্রতিকী অনশনে ব্যবসায়ীরা
চলমান রাজনৈতিক অস্থিরতা ও ধারাবাহিক নাশকতা বন্ধের দাবিতে প্রতিকী অনশন শুরু করেছে ব্যবসায়ীরা। শনিবার সকাল ১১টা থেকে শুরু হয়েছে এ কর্মসূচি। চলবে সন্ধ্যা পর্যন্ত। প্রতীকী অনশন পালন করছে গার্মেন্টস ব্যবসায়ীরা।
এর আগে বুধবার ‘চলমান সহিংসতার কারণে সৃষ্টি অচলাবস্থা এবং পোশাক ও বস্ত্র শিল্পে এর নেতিবাচক প্রভাব’ শীর্ষক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভা থেকে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম এ অনশনের ডাক দেন। একই সঙ্গে দুই দলকে আলোচনার মাধ্যমে দেশে দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ তৈরিরও দাবি জানান তিনি।
সভায় বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম জানান, বর্তমান চলমান রাজনৈতিক অস্থিরতায় বিদেশি ক্রেতারা বাংলাদেশে আসবেন না বলে বিজিএমইকে চিঠি দিয়েছেন। তারা অন্যান্য দেশে চলে যাচ্ছেন। এতে তৈরি পোশাক প্রবৃদ্ধি কমেছে উল্লেখযোগ্য হারে। ২০১৩ সালের ডিসেম্বরে এই খাতে প্রবৃদ্ধি ছিলো ১৬ দশমিক ৭৭, যা ২০১৪ সালের ডিসেম্বরে এসে দাড়িয়েছে ২ দশমিক ৩৮।
রাজনৈতিক অস্থিরতায় জানুয়ারি মাসে পোশাক শিল্পে সরাসরি ক্ষতি হয়েছে ৬ হাজার ৭১০ কোটি টাকা। অন্যদিকে শিপমেন্ট বিলম্ব করায় ডিসকাউন্ট দিতে হয়েছে ৫ হাজার কোটি টাকা। একই সময় অর্ডার বাতিল হয়েছে ১০ হাজার কোটি টাকা বলেও জানানো হয়।
এসআই/এএইচ/এমএস