এই সম্মাননা ব্যাংক খাতের সবার


প্রকাশিত: ০২:৫৮ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৫

তথ্য প্রযুক্তি বান্ধব বাস্তবমুখী নীতি গ্রহণ এবং উদ্যোগের স্বীকৃতি হিসেবে আজীবন সম্মাননা পেয়ে তা দেশের ব্যাংক খাতের সবার বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দেশের কেন্দ্রীয় ব্যাংকের দশম এই গভর্নর বৃহস্পতিবার রাতে কথা বলেন জাগোনিউজের সঙ্গে।

টেলিফোনে তিনি জাগোনিউজকে বলেন, এই অর্জন দেশের ব্যাংক খাতের সরাব। কারণ আমার একার পক্ষে কিছুই করা সম্ভব হতো না। যদিনা কেন্দ্রীয় ব্যাংকে আমার সার্বক্ষণিক সহকর্মীরা আমরা সঙ্গে দ্রুত পায়ে এগিয়ে যেতেন। একইভাবে দেশের সকল বাণিজ্যিক ব্যাংকের সকল স্তরের পেশাজীবীরাও এই কৃতিত্বের অংশীদার।

তিনি বলেন, আমি কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব নিয়েই এটিকে মানবিক করার এবং প্রযুক্তি নির্ভর করার নানামুখী কাজ শুরু করি। এলক্ষ্যে অনেক কাজ হয়েছে।

আতিউর বলেন, এক সময় সিআইবি রিপোর্ট পেতে দিনের পর দিন ব্যাংকার এবং তার গ্রাহককে কেন্দ্রীয় ব্যাংকে লাইন দিতে হতো। সেই কঠিন কাজ আমরা এখন অনলাইনে নিমিষেই করে ফেলতে পারি। ডেস বোর্ডে ঋণ পরিস্থিতিও পর্যবেক্ষণ করা যাচ্ছে। অটোমেডেট ক্লিয়ারিং হাউসসহ কেন্দ্রীয় ব্যাংক আজ অনেকটাই প্রযুক্তি নির্ভর।

তিনি বলেন, সরকারের ডিজিটাল কর্মসূচির সঙ্গে আমরা কেন্দ্রীয় ব্যাংক এগিয়ে যাবার চেষ্টা করেছি। সরকারের যেসব প্রতিষ্ঠান ডিজিটাল কার্যক্রমে সফলতা দেখিয়েছে তার মধ্যে কেন্দ্রীয় ব্যাংক একটি।

আতিউর রহমান ইতোমধ্যে মানবিক ব্যাংকিং এর জন্য ইন্দিরা গান্ধী পদক, এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেরা গভর্নর নির্বাচিতসহ বেশ কিছু সম্মাননা পেয়েছেন। স্বীকৃতি পেয়েছেন সবুজ গভর্নর হিসেবেও।

এসএ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।