ফারইস্ট ফিন্যান্সের রেকর্ড তারিখ পরিবর্তন
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফারইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের রেকর্ড তারিখ পরিবর্তন করা হয়েছে।
কোম্পানিটির রেকর্ড তারিখ আগামী ২৬ ফেব্রুয়ারির পরিবর্তে ৫ মার্চ নির্ধারণ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, ফারইস্ট ফিন্যান্স ৩০ জুন সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ দশমিক ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে ১০ শতাংশ ক্যাশ এবং ২ দশমিক ৫০ বোনাস লভ্যাংশ।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ মার্চ অনুষ্ঠিত হবে।
এসআই/বিএ/এমএস