কারণ ছাড়াই বাড়ছে বেক্সিমকোর শেয়ার দর


প্রকাশিত: ০৮:৩২ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৫

কোনো কারণ ছাড়াই বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের বেক্সিমকো লিমিটেডের শেয়ার দর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সম্প্রতি অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে নোটিশ করলে  প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ এমন তথ্য জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেক্সিমকোর শেয়ার অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে সিএসই নোটিস পাঠায়। এর জবাবে ১১ ফেব্রুয়ারি কোম্পানিটি জানায়, অস্বাভাবিক হারে বাড়ার পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই।

উল্লেখ্য, গত এক মাসে এ কোম্পানির শেয়ার দর ৭.৭ টাকা বা ২৭ দশমিক শূন্য ১ শতাংশ বেড়েছে। অর্থাৎ এ সময়ে কোম্পানির শেয়ার দর, ২৮.৫ টাকা থেকে ৩৬.২ টাকা পর্যন্ত বেড়েছে।

সাম্প্রতিক সময়ে ৫০০ কোটি টাকার বেশি লোন নেওয়া কোম্পানিগুলোর লোন পুনঃতফসিলে ১২ বছর সময় দেওয়া হয়েছে। এর ফলে বেক্সিমকো গ্রুপের লোন পুনঃতফসিলের সময়সীমাও বেড়েছে। এ ছাড়া সরকারের কাছে আবেদনের ভিত্তিতে বেক্সিমকো গ্রুপকে লোন পুনঃতফসিলের সময় দেওয়া হয়েছে। এর ফলে এ শেয়ারের প্রতি আগ্রহ বেড়েছে বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা।

এসআই/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।