সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন


প্রকাশিত: ০৯:৪৮ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৫

দেশের উভয় পুঁজিবাজারে সূচকের পাশাপাশি বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। বেড়েছে লেনদেন হওয়া বেশিভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর।

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকায় লেনদেন হয়েছে ৩৪৬ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে ৪৭ কোটি টাকা বেশি। মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৯৯ কোটি টাকা।

ডিএসইতে প্রধান মুল্যসূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮১০ এ অবস্থান করছে। এসময় লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৬৫ টির দাম বেড়েছে, কমেছে ১০২ টির আর অপরিবর্তিত রয়েছে ৪২টি প্রতিষ্ঠানের শেয়ার।

অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৯২৭ এ। সিএসইতে মোট ২৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৮ টির, কমেছে ৮৭ টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪১ কোটি ৩৩ লাথ টাকা। যা গত দিনের চেয়ে ১৫ কোটি টাকা বেশি।

এসআই/এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।