মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে সরকারের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩২ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৫

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের তলব করেছে সরকার। মঙ্গলবার সকালে অর্থমন্ত্রী সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বাংলাদেশ কৃষি ব্যাংক, বেসিক ব্যাংক, বাংলাদেশ ডেভেলপ ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে বসছেন।

বৈঠকে তাদের প্রত্যেককে সর্বশেষ আর্থিক সূচক নিয়ে হাজির থাকতে বলা হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সূত্রে নিশ্চিত হয়েছে জাগো নিউজ।

জানতে চাইলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সোমবার দুপুরে জাগো নিউজকে জানান, রাষ্ট্রয়ত্ত ব্যাংকগুলোকে তার খেলাপি ঋণসহ বিস্তারিত আর্থিক সূচক নিয়ে আসতে বলা হয়েছে এবং এসব পর্যালোচনা করে তাদের নির্দেশনা দেওয়া হবে।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরাও থাকবেন বলেও সূত্রে জানা গেছে।
 
এসএ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।