সপ্তাহে ডিএসইতে কমেছে পিই রেশিও


প্রকাশিত: ০৭:২৫ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৫

সপ্তাহের ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে শূন্য দশমিক ৫০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহ শেষে ডিএসইর পিই রেশিও অবস্থান করছে ১৭ দশমিক শূন্য ৯ পয়েন্টে। যা আগের সপ্তাহ শেষে অবস্থান ছিল ১৭ দশমিক ১৮ পয়েন্টে। সপ্তাহ শেষে ডিএসইর পিই রেশিও কমেছে শূন্য দশমিক ০৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৫০ শতাংশ।

সপ্তাহ শেষে খাতভিত্তিক পিই রেশিও  হিসেবে ব্যাংকিং খাতের পিই অবস্থান করছে ১০ দশমিক ১৯ পয়েন্টে,  আর্থিক খাতের ১০ দশমিক ৮৮ পয়েন্ট, প্রকৌশল খাতের ২১ দশমিক ৭৯, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ৩১ দশমিক ৬৯, বিদ্যুৎ ও জ্বালানী খাতের ১২ দশমিক ২৮, পাট খাতের ১৮৬  দশমিক ৬৮, বস্ত্র খাতের ১১ দশমিক ৫৭, ওষুধ ও রসায়ন খাতের ২২ দশমিক ২৭, সেবা ও আবাসন খাতের ৩৩ দশমিক ৩২, সিমেন্ট খাতের ২১ দশমিক ৬৩, তথ্যপ্রযুক্তি খাতের ১৬ দশমিক ১৪, চামড়া খাতের ২৪ দশমিক ৫২, সিরামিক খাতের ৩৩ দশমিক ৩৯, বিমা খাতের ১৯ দশমিক ৩৩, বিবিধ খাতের ৩০ দশমিক ২৪, পেপার ও প্রকাশনা খাতের ১২ দশমিক ৯১, টেলিযোগাযোগ খাতের ২২ দশমিক ২০, ভ্রমণ ও অবকাশ খাতের ১৬ দশমিক ১৭ পয়েন্টে।

বিশ্লেষকদের মতে, গত সপ্তাহে টানা দরপতনে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমেছে। এতে পিই রেশিও কমে গেছে। তবে পিই রেশিও ১৫ ঘরে থাকলে বিনিয়োগ নিরাপদ বলে মনে করেন তারা।

এসআই/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।