ইতিহাসের সর্বোচ্চ রেমিটেন্স
চলতি বছরের জুলাই মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে। এ মাসে রেমিটেন্স এসেছে ১৪৮ কোটি ২০ লাখ মার্কিন ডলার। এর আগে দেশে সর্বোচ্চ রেমিটেন্স আসে ২০১২ সালের অক্টোবরে, ১৪৫ কোটি ৩০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্স সংক্রান্ত মাসিক বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।
এছাড়া চলতি বছরের প্রথম সাত মাসে রেমিটেন্স এসেছে ৮৯৩ কোটি ৭৯ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৭১ শতাংশ বেশি। গত বছর প্রথম সাত মাসে দেশে ১২৯ কোটি ৭৮ লাখ ডলার রেমিটেন্স আসে।