ইতিহাসের সর্বোচ্চ রেমিটেন্স


প্রকাশিত: ১০:৩৩ এএম, ০৪ আগস্ট ২০১৪

চলতি বছরের জুলাই মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে। এ মাসে রেমিটেন্স এসেছে ১৪৮ কোটি ২০ লাখ মার্কিন ডলার। এর আগে দেশে সর্বোচ্চ রেমিটেন্স আসে ২০১২ সালের অক্টোবরে, ১৪৫ কোটি ৩০ লাখ ডলার।
 
বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্স সংক্রান্ত মাসিক বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।
 
এছাড়া চলতি বছরের প্রথম সাত মাসে রেমিটেন্স এসেছে ৮৯৩ কোটি ৭৯ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৭১ শতাংশ বেশি। গত বছর প্রথম সাত মাসে দেশে ১২৯ কোটি ৭৮ লাখ ডলার রেমিটেন্স আসে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।