হরতাল-অবরোধেও বেড়েছে বিও অ্যাকাউন্ট
২০-দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ আর বিচ্ছিন্ন হরতালের প্রভাবে পুঁজিবাজারে মাসব্যাপী টানা দরপতনের মাঝেও বেড়েছে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট খোলার পরিমাণ। জানুয়ারিতে পুঁজিবাজারে নতুন বিনিয়োগকারী বেড়েছে ৪৩ হাজার ৮৯৭ টি। সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানা যায়, গত ৩১ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ লাখ ৭৯ হাজার ৯৪৯টি। আগের মাসে এ সংখ্যা ছিল ৩১ লাখ ৩৬ হাজার ৫২টি। অর্থাৎ এই সময়ে বিও হিসাব বেড়েছে ৪৩ হাজার ৮৯৭টি।
বাজার বিশ্লেষকদের মতে, অব্যাহত দরপতরের কারণে সেকেন্ডারি মার্কেটের তুলনায় প্রাইমারি মার্কেটেই এখন বিনিয়োগকারীরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। আইপিও আবেদন করে শেয়ার পেলে কমবেশি মুনাফা প্রাপ্তি যেমন ঘটছে আর না পেলেও লোকসানের ভয় থাকছে না। তাই স্বল্প মূলধনী বিনিয়োগকারীরা এখন আইপিওর দিকে ঝুঁকছেন। তাছাড়া পুঁজিবাজারে প্রতিমাসেই নতুন আইপিও আসছে। তাই আইপিওকে কেন্দ্র করে বাজারে নতুন বিনিয়োগকারী বাড়ছে বলে মনে করেন তারা।
সূত্র মতে, আলোচ্য সময়ে পুরুষ অ্যাকাউন্টের সংখা ২৯ হাজার ৭৯৪টি বেড়েছে। বর্তমানে পুরুষ বিও হিসাব রয়েছে ২৩ লাখ ২০ হাজার টি, যা ডিসেম্বরে ছিল ২২ লাখ ৯০ হাজার ২৩২টি।
এদিকে নারী বিও হিসাবের সংখ্যা ১৪ হাজার ৩৯টি বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৪৯ হাজার ৫২৭টি। ডিসেম্বর মাসে বিও অ্যাকাউন্টধারী নারী ছিলেন ৮ লাখ ৩৫ হাজার ৪৮৮ জন।
এছাড়া বেড়েছে স্থানীয় বিও হিসাবের সংখ্যা। জানুয়ারি মাসে এই হিসাব ৪০ হাজার ৮৫৬টি বেড়ে দাঁড়িয়েছে ৩০ লাখ ১৭ হাজার ৩৩৬টি, যা আগের মাসে ছিল ২৯ লাখ ৭৬ হাজার ৪৮০টি।
একইসাথে বেড়েছে প্রবাসী বিনিয়োগকারীর সংখ্যা। বর্তমানে প্রবাসী বিও হিসাবের সংখ্যা ১ লাখ ৫২ হাজার ২১৭টি, যা ডিসেম্বরে ছিল ১ লাখ ৪৯ হাজার ২৪০টি।
অপরদিকে আলোচিত সময়ে কোম্পানি বিও সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৩৯৬টি। ডিসেম্বর মাসে ছিল এই অ্যাকাউন্টের সংখ্যা ১০ হাজার ৩৩২টি।
এসআই/আরএস/পিআর