৯১ ভাগ পোশাক কারখানায় বেতন-ভাতা পরিশোধ : বিজিএমইএ


প্রকাশিত: ০৮:৫৩ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৬

পবিত্র ঈদ উল আজহার আগে শনিবার (১০ সেপ্টেম্বর) পর্যন্ত ৯১ শতাংশ তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বেতন ও ভাতা প্রদান করা হয়েছে বলে দাবি করেছেন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান। বাকি ৯ শতাংশ কারখানারও বেতন-ভাতা আগামীকালের (রোববার) মধ্যে পরিশোধ করা হবে।

শনিবার রাজধানীর কারওয়ান বাজারে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে তৈরি পোশাকখাতের শ্রম পরিস্থিতি বিষয়ক প্রেস ব্রিফিংয়ে  তিনি এ দাবি করেন।

সিদ্দিকুর রহমান বলেন, ঈদকে সামনে রেখে শ্রমিকদের বেতন বোনাস যথাসময়ে পরিশোধ করতে বিজিএমইএ ও সরকার যৌথ ব্যবস্থা নিয়েছে। এরমধ্যে ৯টি বিভাগে ভাগ করে আঞ্চালিক কমিটি ও ১৫টি মনিটরিং কমিটি গঠন করা হয়।

কমিটি ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস সংক্রান্ত বিষয়ে ৯২৮টি প্রতিষ্ঠান পরিদর্শন করেছে। এর মধ্যে ১৮টি কারখানার সমস্যা সমাধান করা হয়েছে। এছাড়া যে কোন পরিস্থিতি মোকাবেলায় বিজিএমইএ অফিসে সার্বক্ষনিক কন্ট্রোল রুম খোলা হয়েছে, যা ২ শিফটে কাজ করছে।

তিনি বলেন, এ পর্যন্ত ঈদের ছুটি প্রদান করা হয়েছে ৮৮ শতাংশ কারখানায়। আগামীকালের মধ্যেই অবশিষ্ট কারখানা ছুটি হয়ে যাবে।

শতভাগ তৈরি পোশাক কারখানায় উৎসব ভাতা প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।

এসময় সাংবাদিকদের পক্ষ থেকে বিজিএমইএ ভবন নিয়ে উচ্চ আদালতের রায়ের বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি জানান, এটি আইনগত বিষয়। আদালতের রায়কে আমরা সম্মান করছি। তবে  আমরা রিভিউ করবো।

সংবাদ সম্মেলনে সহ-সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও নাসির উদ্দিন ছাড়াও পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসআই/এমএমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।