স্বর্ণের দাম বাড়লো


প্রকাশিত: ১১:৩৩ এএম, ২১ জানুয়ারি ২০১৫

ধারাবাহিক দর পতনের পর এবার বাড়ল স্বর্ণের দাম। ২২ জানুয়ারি বৃহস্পতিবার থেকে নতুন এই মূল্য কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলারি এসোসিয়েশন।

জানা গেছে, সবচেয়ে ভালো মানের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি গ্রাম ৩ হাজার ৯৪৫ টাকা। বিদ্যমান দাম ৩ হাজার ৮১৭ টাকা। সে হিসেবে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এখন পাওয়া যাবে ৪৫ হাজার ৯৯৮ টাকাতে। বিদ্যমান দাম ভরি ছিলো ৪৪ হাজার ৫০০ টাকাতে। বেড়েছে প্রায় ১ হাজার ৪০০ টাকা।

২১ ক্যারেটের স্বর্ণ গ্রাম প্রতি দাম ধরা হয়েছে ৩ হাজার ৭১৫ টাকা। বিদ্যমান মূল্য ৩ হাজার ৬৩৭ টাকা।
সে হিসেবে প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ৪৩ হাজার ৩১৬ টাকা। বর্তমানে দাম ৪২ হাজার ৪০০ টাকা। অর্থাৎ বেড়েছে প্রায় ৯শ টাকা।

১৮ ক্যারেট প্রতি গ্রাম ৩ হাজার ১৯৫ টাকা। ভরি পড়বে ৩৭ হাজার ২৫৩ টাকা। বিদ্যমান দাম ভরি প্রতি ৩৬ হাজার ৯০০ টাকা। আর সনাতনি স্বর্ণের দাম ধরা হয়েছে ২৫ হাজার ৫৩৫ টাকা। বর্তমানে দাম ২৪ হাজার ৭৭ টাকা।

এসএ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।