প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ বাড়াতে বাংলাদেশকে ঋণ দেবে বিশ্বব্যাংক


প্রকাশিত: ০৮:৫৪ এএম, ০৯ আগস্ট ২০১৬

বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে আন্তঃযোগাযোগ বাড়াতে বিশ্বব্যাংক বাংলাদেশকে ১২০ মিলিয়ন ডলার ঋণসহায়তা দেবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কান্ট্রি ডিরেক্টর কিমিআও ফান।    

কিমিআও ফানের আশা, এ ঋণসহায়তার ফলে তিন দেশের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বাড়াতে সময় ও অর্থ দুই-ই বাঁচবে।  

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।   

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর একই সঙ্গে আশা করেন শিগগিরই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে।

এমইউএইচ/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।