অ্যাকর্ডের স্বীকৃতি পেল চরকা টেক্সটাইল


প্রকাশিত: ১২:২৬ পিএম, ০৩ আগস্ট ২০১৬

অগ্নি, বৈদ্যুতিক ও ভবনের কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করায় অ্যাকর্ডের স্বীকৃতি পেল চরকা টেক্সটাইল। বাংলাদেশে পোশাক কারখানার কর্ম পরিবেশ মূল্যায়ন করছে ইউরোপীয় ক্রেতাদের সমন্বয়ে গঠিত অ্যাকর্ড (দ্যা অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি)।

চরকা টেক্সটাইল সফলভাবে কারখানার কর্ম পরিবেশ উন্নয়নের শর্তসমূহ পূরণ করেছে এবং কারখানাটি তাদের সংস্কার কাজ যথাযথভাবে সম্পন্ন করেছে বলে অ্যাকর্ড প্রদত্ত স্বীকৃতি সনদে উল্লেখ করা হয়। গত ২৮ জুলাই এই সনদ প্রদান করা হয়।

উল্লেখ্য, চলতি বছর চরকা টেক্সটাইল উচ্চমানের কর্মপরিবেশের স্বীকৃতি হিসেবে ব্রিটিশ স্ট্যান্ডার্ড অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি অ্যাসেসমেন্ট সিরিজ (বিএস ওএইচএসএএস) সনদ অর্জন করে।

নরসিংদীতে চরকা টেক্সটাইল যাত্রা শুরু হয় ২০১৩ সালে।  

জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।