‘এ’ ক্যাটাগরিতে এ্যাপোলো ইস্পাত


প্রকাশিত: ১২:৩৭ পিএম, ১৫ জানুয়ারি ২০১৫

পুঁজিবাজারে তালিকাভূক্ত প্রকৌশল খাতের কোম্পানি এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লি. ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। বৃহস্পতিবার থেকে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করেছে পুঁজিবাজারে “রানী মার্কা” ঢেউটিনের উৎপাদক এই কোম্পানি।

৩০ জুন ২০১৪ইং সমাপ্ত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে এ্যাপোলো ইস্পাত। আর এই লভ্যাংশ দিয়ে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। গত ১ জানুয়ারি বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে লভ্যাংশ যোগ হয়েছে।

এদিকে কোম্পানির আয় বেড়েছে ৩৬ দশমিক ৮৩ শতাংশ। ২০১৩-২০১৪ অর্থ বছরের প্রথম প্রান্তিকে নীট আয় হয়েছে ১৩৫ কোটি ২৬ লাখ ৫ হাজার টাকা যা গত বছরের একই সময়ের চেয়ে ৩৬ দশমিক ৮৩ শতাংশ বেশি। ২০১২-২০১৩ অর্থ বছরের প্রথম প্রান্তিকে নীট আয় হয়েছিল ৯৮ কোটি ৮৫ লাখ ৭ হাজার ৭৬৯ টাকা।

এসআই/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।