অপ্রয়োজনে রাস্তা বন্ধ নয় : বিশ্ব ব্যাংক


প্রকাশিত: ০৯:৫৩ এএম, ১৪ জানুয়ারি ২০১৫

২০১৫ সালে বিশ্ব অর্থনীতি ইতিবাচক ধারাতে থাকলেও অর্থনীততে বেশ কিছু ঝুঁকি দেখছে আন্তর্জাতিক সংস্থা বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংক জানিয়েছে, ২০১৪ সাল কিছুটা অস্থির থাকলেও চলতি বছর তেলের মূল্য হ্রাস, মার্কিন অর্থনীতির শক্তিশালী অবস্থান, সুদের হার ২০১৫ সালের বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি উচ্চমুখি রাখবে এবং প্রবৃদ্ধি ৩ শতাংশ হবে। আর উন্নয়নশীল অর্থনীতির প্রবৃদ্ধি ২০১৫ সালে দাড়াবে ৪ দশমিক ৮ শতাংশ। বুধবার এক বিবৃতিতে সংস্থাটি ২০১৫ সালের অর্থনীতি নিয়ে এমন আভাস দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ২০১৪ সালে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৬ শতাংশ। আর ২০১৫ সালে প্রবৃদ্ধি ৩ শতাংশ দাড়াবে। অপরদিকে, ২০১৪ সালে উন্নয়নশীল দেশগুলো ৪ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি করেছে। কিন্তু ২০১৫ সালে তা কিছুটা বেড়ে দাড়াবে ৪ দশমিক ৮ শতাংশ।

পূর্ভাবাস দিয়ে বিশ্ব ব্যাংক প্রধান জিম ইয়ং কিম বলেন, অর্থনীতির অনিশ্চয়তার মধ্যেও উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোকে সামাজিক খাতে বিনিয়োগ করতে হবে। এজন্য উন্নয়নশীলগুলোকে বেসরকারি খাতের জন্য অপ্রয়োজনে রাস্তা বন্ধ রাখা থেকে সরে আসতে হবে। এটি জরুরি। কারণ বেসরকারি কর্মসংস্থান তৈরি করে এবং মানুষকে দারিদ্র্যতার বাইরে নিয়ে আসে।  

বিশ্ব ব্যাংক উন্নয়নে ঝুঁকি হিসেবে ৪টি সূচকের কথা বলেছে, প্রথমত, বিশ্ব বাণিজ্য, আর্থিক খাতের স্থিতিশীলতা, তেলের মূল্য এবং জাপানের আর্থিক চিত্র।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।