ব্যবসায়ী খালেদ হত্যাকারীদের গ্রেফতার দাবি এফবিসিসিআই’র


প্রকাশিত: ১২:৪০ পিএম, ২৬ জুলাই ২০১৬

ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিবিসিসিআই) সভাপতি ব্যবসায়ী মো. হাসান খালেদ হত্যায় গভীর নিন্দা জানিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) নেতৃবৃন্দ।

একই সঙ্গে খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ এই  সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার এক বিবৃতিতে তারা এ দাবি জানান।

এতে বলা হয়, এফবিসিসিআই নেতৃবৃন্দ ব্যবসায়ী মো. হাসান খালেদের মৃত্যুতে আন্তরিক দুঃখ প্রকাশ এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তাঁর পরিবারের সদস্যবৃন্দের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
 
একইসঙ্গে দ্রুততম সময়ের মধ্যে দোষীদের গ্রেফতারের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল  পদক্ষেপ গ্রহণের দাবি জানান এফবিসিসিআই নেতৃবৃন্দ। পাশাপাশি এফবিসিসিআই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি করছে ওই বিবৃতিতে।   

এমএ/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।