সাড়ে ২৮ হাজার কোটি টাকা ঋণ খেলাপিতে ৮ সরকারি ব্যাংক


প্রকাশিত: ১২:৪৯ পিএম, ২১ জুলাই ২০১৬

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ২০১৬ সালের ৩১ মার্চ স্থিতিভিত্তিক শ্রেণিকৃত ঋণ বিবরণী অনুযায়ী সরকারি ব্যাংকগুলো থেকে মোট ঋণের পরিমাণ ১ লাখ ৩৩ হাজার ৮৩৪ কোটি ৩ লাখ টাকা। এ মধ্যে আট সরকারি ব্যাংকের ঋণ খেলাপির পরিমাণ ২৮ হাজার ৫৪০ কোটি ৬৭ লাখ টাকা।

বৃহস্পতিবার জাতীয় সংসদে লক্ষীপুর-১ আসনের এম এ আউয়ালের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

ঋণ খেলাপি ব্যাংকগুলো হলো- অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বেসিক ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।

অর্থমন্ত্রী বলেন, অগ্রণী ব্যাংক লিমিটেডের মোট ঋণ ও অগ্রিমের পরিমাণ ২১ হাজার ৭৫৬ কোটি ৭৬ লাখ টাকার মধ্যে ঋণ খেলাপির পরিমাণ ৪ হাজার ৫৮৮ কোটি ১৩ লাখ টাকা। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের মোট ঋণ ও অগ্রিমের পরিমাণ ১ লাখ ৪৯৫ কোটি ৫১ লাখ টাকার মধ্যে ঋণ খেলাপির পরিমাণ ৬৩০ কোটি ১২ লাখ টাকা। বেসিক ব্যাংক লিমিটেডের মোট ঋণ ও অগ্রিমের পরিমাণ ১২ হাজার ৭০১ কোটি ৬৯ লাখ টাকার মধ্যে ঋণ খেলাপির পরিমাণ ৬ হাজার ৩৮২ টাকা।

এছাড়া জনতা ব্যাংক লিমিটেডের মোট ঋণের পরিমাণ ৩২ লাখ ৬১৬ কোটি ২৮ লাখ টাকার মধ্যে ঋণ খেলাপির পরিমাণ ২ হাজার ৮৩০ কোটি ৬৮ লাখ টাকা। রূপালী ব্যাংক লিমিটেডের মোট ঋণের পরিমাণ ১৪ হাজার ৪৭৮ কোটি ৭৪ লাখ টাকার মধ্যে ঋণ খেলাপির পরিমাণ ১ হাজার ৫৪৭ কোটি ৭৬ লাখ টাকা। সোনালী ব্যাংক লিমিটেডের মোট ঋণ ও অগ্রিম এর পরিমাণ ২৯ হাজার ৪০৭ কোটি ৫৫ লাখ টাকার মধ্যে ঋণ খেলাপির পরিমাণ ৭ হাজার ৯৭৯ কোটি ৭৯ লাখ টাকা।

অর্থমন্ত্রী আরো জানান, বিশেষায়িত ব্যাংকের মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের মোট ঋণের পরিমাণ ১৬ হাজার ৯৪১ কোটি ৪২ লাখ টাকার মধ্যে ঋণ খেলাপির পরিমাণ ৩ হাজার ৮৬১ কোটি ৩৮ লাখ টাকা এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মোট ঋণের পরিমাণ ৪ হাজার ৪৩৬ কোটি ৫ লাখ টাকার মধ্যে ঋণ খেলাপির পরিমাণ ৮০১ কোটি ৯৯ লাখ টাকা।

এইচএস/আরএস/পিআর/এমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।