ডিএসই`র লেনদেন বেড়েছে ২৫ শতাংশ


প্রকাশিত: ১০:০৯ এএম, ১৮ জুলাই ২০১৬

দেশের শেয়ারবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার মূল্য সূচকের সঙ্গে বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। তবে দুই বাজারেই কমেছে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দর। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বেড়েছে ১২২ কোটি টাকা বা ২৪ দশমিক ৬২ শতাংশ বেশি।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, সোমবার ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৭১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়াও ডিএসই৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস শরিয়াহ সূচক ১ দশমিক ৬৫ পয়েন্ট কমে ১ হাজার ১১৯ পয়েন্টে অবস্থান করছে।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৯৬ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে ১২২ কোটি টাকা বেশি। রোববার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৭৪ কোটি টাকা।

ডিএসইতে মোট ৩২৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১১৫টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির শেয়ার দর।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ২৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৪৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৫১ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৩৮ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৯৭৩ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৩৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে সিএসআই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে ৯৯৭ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে টাকা অংকে লেনদেন হয়েছে ৩১ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট। এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের। এর মধ্যে বেড়েছে ৮৫ টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার দর।

এসআই/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।