ড. শামসুল আলমের মেয়াদ আরো দু’বছর বাড়ল


প্রকাশিত: ০৯:১৪ এএম, ১২ জুলাই ২০১৬

পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলমের চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ ১ জুলাই থেকে পরবর্তী ২ বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে। ড. আলমের অংশগ্রহণ ও নেতৃত্বে সরকারের গুরুত্বপূর্ণ দলিলসমূহ, বাংলাদেশের প্রথম প্রেক্ষিত পরিকল্পনা ২০১০-২১, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা ২০১১-১৫, টেকসই উন্নয়ন কৌশলপত্র ২০১১-২১, সামাজিক সুরক্ষা কৌশলপত্র, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা ২০১৬-২০ প্রণীত হয়েছে।

ড. আলমের নেতৃত্বে বিগত সাত বছরে এমডিজি মূল্যায়নে ও অগ্রগতি প্রতিবেদন তৈরিতে জিইডি উল্লেখযোগ্য দক্ষতার পরিচয় রেখেছে। ড. আলমের তত্ত্বাবধানে বর্তমানে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ, ডাচ্ সরকারের কারিগরি সহায়তায় ‘বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০’ প্রণয়নের কাজ এগিয়ে যাচ্ছে; যা আশা করা যায় ডিসেম্বর ২০১৬ চূড়ান্তকরণ করা হবে।

সাধারণ অর্থনীতি বিভাগে ‘বাংলাদেশ ভিশন ২০৪০’ প্রণয়নের কাজও এগিয়ে চলেছে, যা ডিসেম্বর ২০১৮ নাগাদ চূড়ান্তকরণ করা হবে।  

এমএ/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।