পরিবেশবান্ধব শিল্পায়নে ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন


প্রকাশিত: ০৭:৫০ এএম, ২৮ জুন ২০১৬

টেকসই নগরায়নে পরিবেশবান্ধব সবুজ শিল্পায়নের ধারা জোরদারে বিশ্ব সম্প্রদায়ের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেছেন দক্ষিণ কোরিয়ায় সফররত শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার উলসান শহরে “টেকসই শহরের জন্য সবুজ শিল্প” শীর্ষক প্যানেল আলোচনায় বক্তৃতাকালে এ অভিমত দেন মন্ত্রী। চতুর্থ সুবজ শিল্প সম্মেলন উপলক্ষে এ আলোচনার আয়োজন করা হয়।

শিল্পমন্ত্রী বলেন, ২০৫০ সালের মধ্যে বিশ্বের দুই-তৃতীয়াংশ জনগণ নগরে বসবাস করবে। এ বিশাল জনগোষ্ঠির জন্য পরিবেশবান্ধব শিল্পপণ্যের চাহিদা মেটাতে বিভিন্ন দেশের মধ্যে কার্যকর সবুজ প্রযুক্তি স্থানান্তর জরুরি বলে তিনি অভিমত দেন।

amu

কোরিয়া সরকারের বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয়, জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা, দক্ষিণ কোরিয়ার উলসান মেট্রোপলিটন সিটি এবং কোরিয়ান আন্তর্জাতিক সহায়তা সংস্থা যৌথভাবে সম্মেলন আয়োজন করে।

অনুষ্ঠানের অন্যদের মধ্যে আফগানিস্তানের বাণিজ্য ও শিল্পমন্ত্রী হুমাউন রাশো, কম্বোডিয়ার শিল্প ও হস্তশিল্পমন্ত্রী চাম প্রাসিদ, ভিয়েতনামের শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী হুয়াং কুয়াক ভং, জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা এর ব্যবস্থাপনা পরিচালক ফিলিপ স্কট সহ বিভিন্ন দেশের উর্ধ্বতন সরকারি কর্মকর্তা, শিল্প  উদ্যোক্তা, নগরবিদ, শিক্ষাবিদ, পরিবেশ বিশেষজ্ঞ ও সুশীল সমাজের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।

প্যানেল আলোচনায় শিল্পমন্ত্রী পরিকল্পিত নগরায়ন ও সবুজ শিল্পায়নের ধারা জোরদারে বাংলাদেশ সরকার গৃহিত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে তুলে ধরেন।

এসআই/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।