৪ জুলাই বীমা অফিসও বন্ধ থাকবে

সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী ৪ জুলাই (সোমবার) দেশের সকল বীমা কোম্পানি ও বীমা কর্পোরেশনে ছুটি ঘোষণা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সরকারি সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে জনস্বার্থে ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৪ জুলাই সকল বীমা কোম্পানি এবং বীমা কর্পোরেশনে ছুটি ঘোষণা করা হলো। তবে ৪ জুলাই (সোমবার) ছুটির পরিবর্তে আগামী ১৬ জুলাই (শনিবার) অফিস খোলা থাকবে।
উল্লেখ্য, গত ২২ জুন (বুধবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী ক্ষমতাবলে ৪ জুলাই (সোমবার) সরকারি ছুটি ঘোষণা করেন। ৪ জুলাইয়ের পরিবর্তে ১৬ জুলাই অফিস খোলা থাকবে। ফলে এবারের ঈদে টানা ৯ দিনের ছুটির সুযোগ পান সরকারি চাকরিজীবীরা।
এমএ/আরএস/পিআর