ইউনাইটেড পাওয়ারের আইপিও আবেদন ১৮ জানুয়ারি


প্রকাশিত: ০১:০৭ পিএম, ০৪ জানুয়ারি ২০১৫

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১৮ জানুয়ারি, চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। তবে প্রবাসী বিনিয়োগকারীরা আবেদনের সুযোগ পাবেন ৩১ জানুয়ারি পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি শেয়ারবাজারে ৩ কোটি ৩০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে বাজার থেকে ২৩৭ কোটি ৬০ লাখ টাকা উত্তোলন করবে। বুকবিডিং পদ্ধতির মাধ্যমে কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ৬২ টাকা প্রিমিয়াম যোগ করে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭২ টাকা। কোম্পানির ১০০টি শেয়ারে মার্কেট লট নির্ধারণ করা হয়েছে।

আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি প্রেফারেন্স শেয়ারের রিডেম্পশন, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত হিসাব অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ দশমিক ৯৮ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৩ দশমিক ৬৪ টাকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।