বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসায় বিশ্ব ব্যাংক


প্রকাশিত: ১১:৩৭ এএম, ১৫ জুন ২০১৬

অর্থনৈতিক বিভিন্ন সূচকে বাংলাদেশের অব্যাহত অগ্রগতির প্রশংসা করেছেন বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডাইরেক্ট রাজশ্রী এস পারালকার। বুধবার পরিকল্পনা মন্ত্রী  আ হ ম মুস্তফা কামালের সঙ্গে স্বাক্ষাৎকালে তিনি এ প্রসংশা করেন।

শেরে বাংলা নগরস্থ মন্ত্রীর দফতরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা পারস্পরিক সার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন।

পরিকল্পনা মন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে চলমান অগ্রগতির ধারা অব্যাহত থাকলে সহসাই বাংলাদেশ বিশ্ব অর্থনীতিতে দৃষ্টান্ত স্থাপন করবে।

এসময় তিনি বাংলাদেশের অব্যাহত অগ্রগতিতে বিশ্ব ব্যাংকের সহযোগিতার প্রশংসা করেন এবং আগামী দিনগুলোতে বাংলাদেশ অধিকতর সহযোগিতায় এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, একবিংশ শতাব্দির বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশের অভাবনীয় অগ্রগতি আরো বেগবান করতে বিশ্বব্যাংকসহ সকল দাতা সংস্থার সহযোগিতা অপরিহার্য।

রাজশ্রী এস পারালকার বলেন, বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে অর্থনৈতিক বিভিন্ন সূচকে বাংলাদেশের অব্যাহত অগ্রগতির প্রসংসার দাবিদার। বিশ্ব ব্যাংক বাংলাদেশের চলমান উন্নয়নের বড় অংশীদার। ভরিষ্যতে এই অংশীদারিত্ব আরো বাড়াবে।

এমএ/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।