চাকরিজীবীদের ই-টিআইএন বাধ্যতামূলক হচ্ছে


প্রকাশিত: ০৪:১২ এএম, ০৭ জুন ২০১৬

ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) সকল চাকরিজীবীদের জন্য বাধ্যতামূলক হচ্ছে। বাজেটের অর্থবিল ২০১৬-এ আয়কর অধ্যাদেশের ১৮৪এ ধারা সংশোধনের এ প্রস্তাব দেওয়া হয়েছে। তবে উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিকদের ক্ষেত্রে বাধ্যতামূলক নয়।

শ্রমিক ছাড়াও প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা, প্রশাসনিক ও তদারকি পর্যায়ে বিভিন্ন পদমর্যাদার বেতনভুক্ত কর্মীচারীদের বাধ্যতামূলক ১২ ডিজিটের ই-টিআইএন নিতে হবে। তবে তাদের করযোগ্য আয় না থাকলে বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দিতে হবে না।

এছাড়া বেতনভুক্ত কোনো কর্মীর ই-টিআইএন না থাকলে সংশ্লিষ্ট কোম্পানির জবাবদিহিতা করতে হবে। আয়কর অধ্যাদেশের ৩০ ধারায় সংশোধনী প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, কোনো বেতনভুক্ত কর্মীর ই-টিআইএন না থাকলে তাকে যে বেতন দেওয়া হবে, তা কোম্পানির বেতন খাতে খরচ হিসেবে দেখানো যাবে না।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।