পরিবেশবান্ধব ইটভাটার জন্য বরাদ্দ ১০০ কোটি টাকা


প্রকাশিত: ১২:১৫ পিএম, ০২ জুন ২০১৬

পরিবেশবান্ধব আধুনিক প্রযুক্তির ইটভাটা কার্যক্রম সম্প্রসারণে ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে ১০০ কোটি টাকা থোক বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার জাতীয় সংসদে এ প্রস্তাব করেন।

বাজেট বক্তৃতায় মুহিত বলেন, ‘ইটভাটাগুলোতে সনাতনী পন্থায় ইট পোড়ানোর কারণে উপরিস্থ ভূমির অত্যাধিক ব্যবহার, পরিবেশ দূষণ ও জ্বালানি অপচয় হয়ে থাকে। এসব ইটভাটার কর্মপরিবেশও ঝুঁকিপূর্ণ ও অস্বাস্থ্যকর। এ প্রেক্ষাপটে সনাতনী পন্থার পরিবর্তে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির প্রসার হলে এসব সমস্যার সমাধান অনেকাংশেই সম্ভব।’

ইট তৈরিতে উন্নত প্রযুক্তি ব্যবহারে ইটভাটা মালিকদের আর্থিক সক্ষমতা ও সচেতনতার অভাব রয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘বিষয়টি বিবেচনায় নিয়ে আধুনিক প্রযুক্তির জ্বালানি সাশ্রয়ী চুল্লি স্থাপন কার্যক্রমকে সম্প্রসারিত করতে ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে ১০০ কোটি টাকা থোক বরাদ্দ প্রস্তাব করছি।’

থোক বরাদ্দের অর্থ ব্যবহারের জন্য নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানান তিনি।

এইচএস/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।