মোবাইল ব্যবহারে খরচ বাড়ছে


প্রকাশিত: ১১:১৬ এএম, ০২ জুন ২০১৬
ফাইল ছবি

২০১৬-১৭ অর্থবছরের বাজেট প্রস্তাবে মোবাইল ফোন সেবার ক্ষেত্রে সম্পূরক শুল্ক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে। ফলে সিমভিত্তিক সব ধরনের মোবাইল সেবা অর্থাৎ মোবাইলে কথা বলা বা ইন্টারনেট ব্যবহারের খরচ বাড়বে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট প্রস্তাব ঘোষণাকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ সম্পূরক শুল্ক বৃদ্ধির প্রস্তাব করেন।

অর্থমন্ত্রীর প্রস্তাবনায় বলা হয়েছে, ‘গত অর্থবছরের বাজেটে আমরা মোবাইলের সিম কর ব্যাপক হারে কমিয়েছি। এ কারণে সিম বা রিম কার্ডের মাধ্যমে প্রদত্ত সেবার ওপর বিদ্যমান ৩ শতাংশ সম্পূরক শুল্ক বৃদ্ধি করে ৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করছি।’
 
এ সিদ্ধান্তের ফলে বর্তমান মোবাইল সিম সেবার ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক), ১ শতাংশ সারচার্জের সঙ্গে নতুন ৫ শতাংশ সম্পূরক শুল্ক যোগ হবে।

অর্থমন্ত্রীর বাজেট বক্তব্য পড়তে ক্লিক করুন...


এসআই/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।