বাজেটে গুরুত্ব পেল প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ


প্রকাশিত: ১১:০১ এএম, ০২ জুন ২০১৬

২০১৬-২০১৭ অর্থবছরে বাজেট আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগসমূহ বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তার বাজেট বক্তৃতায় শেখ হাসিনার উদ্যোগ নিয়ে বিশেষভাবে আলোকপাত করেন।

অর্থমন্ত্রী তার বক্তৃতায় বলেন, ‘গত সাত বছরে সরকার যে সব কার্যক্রম গ্রহণ করেছে এর মধ্যে অনেকগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা-প্রসূত, যা ইতোমধ্যেই শেখ হাসিনার উদ্যোগ বলে পরিচিত।

তিনি বলেন, একটি বাড়ি একটি খামার, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, ডিজিটাল বাংলাদেশ, পরিবেশ সুরক্ষা ও বিনিয়োগ বিকাশের মতো বিষয়গুলো মূলত প্রধানমন্ত্রীর নিজস্ব চিন্তার ফল।

মুহিত বলেন, প্রধানমন্ত্রীর এসব উদ্যোগ বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। এগুলোর সফল বাস্তাবায়নের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক অগ্রগতির ক্ষেত্রে একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচ্য হচ্ছে।

অর্থমন্ত্রীর বাজেট বক্তব্য পড়তে ক্লিক করুন...


এএসএস/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।