বাজেট উপলক্ষে এমপিদের জন্য হেল্পডেস্ক


প্রকাশিত: ১০:৫৭ এএম, ০১ জুন ২০১৬

আসন্ন অর্থবছরের বাজেট বিষয়ে এমপিদের সহযোগিতা করতে জাতীয় সংসদে হেল্পডেস্ক বসানো হয়েছে। বুধবার বিকেলে সংসদের তৃতীয় তলার ক্যান্টিন ব্লকে এটির উদ্বোধন করা হয়।

বাজেট সম্পর্কে এমপিদের বিভিন্ন ধরনের প্রশ্নের জবাব এবং মন্ত্রণালয় ভিত্তিক বুকলেট ও প্রকাশনা তৈরি করে সেবা দেবে এই ডেস্ক। এজন্য রিসোর্স পারসন থাকবেন।

জাতীয় রাজস্ব বোর্ড হতে ভ্যাট বিষয়ে একজন এবং আয়কর বিষয়ে একজন করে মোট দুজন অভিজ্ঞ কর্মকর্তা বাজেট হেল্প ডেস্কে থাকবেন।

এছাড়াও এ হেল্প ডেস্কের মাধ্যমে সংসদ সদস্যদের বাজেটের ওপর বিষয়ভিত্তিক ব্রিফিং নোট, বাজেট সংশ্লিষ্ট প্রকাশনা ও বাজেট এনালাইসিস টেমপ্লে তাৎক্ষণিক তথ্য প্রদান এবং চাহিদা অনুযায়ী বিশেষজ্ঞদের মতামত নিয়ে তথ্য সরবরাহের ব্যবস্থা করা হবে।

সংসদ অধিবেশন চলাকালে প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং রমজানে সকাল ১১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত এ সেবা প্রদান করা হবে।

Parlament

চার বছর ধরে সংসদে এমপি মন্ত্রীদের সাহায্য করছে এই হেল্প ডেস্ক।

জাতীয় সংসদ সচিবালয় আইন-১৯৯৪ এর ২০ ধারা অনুযায়ী এমপিদের বাজেট প্রসঙ্গে অবগতিমূলক কর্মসূচির আওতায় এটি স্থাপন করা হবে।

উল্লেখ্য, এবার বাজেটের আকার ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জাতীয় সংসদে ২ জুন আগামী ২০১৬-২০১৭ অর্থ বছরের বাজেট পেশ করা হবে।

এইচএস/একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।