ঋণ খেলাপের মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেয়ার নির্দেশ


প্রকাশিত: ০১:৩০ পিএম, ৩১ মে ২০১৬

খেলাপি ঋণ আদায়ে দায়েরকৃত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ব্যাংকার্স মিটিংয়ে এ নির্দেশ দেয়া হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে বৈঠকে ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজী হাসান, এস কে সুর চৌধুরী এবং সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫৯ হাজার ৪১১ কোটি টাকা; যা ব্যাংকগুলোর বিতরণকৃত মোট ঋণের ৯ দশমিক ৯২ শতাংশ।

বৈঠক সূত্রে জানা গেছে, সোনালী ব্যাংকের আদলে মুক্তিযোদ্ধাদের জন্য ভাতার বিপরীতে গৃহ ঋণ প্রদানের সুবিধা চালুরও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তফসিলি ব্যাংকগুলো এসব নির্দেশ পরিপালনের ব্যাপারে সম্মতি জানিয়েছে।

বৈঠকে আলোচনার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, আমরা সব ব্যাংককে এক্সপোজার নামিয়ে আনার জন্য পরামর্শ দিয়েছি। এখন পর্যন্ত চারটি ব্যাংকের এক্সপোজার বেশি আছে। এর মধ্যে দুটি ব্যাংক আবদেন করেছে, দুটি করেনি। আমরা তাদের বলেছি যাতে আবেদন করে এক্সপোজার কমিয়ে আনে। নির্ধারিত সময় পার হয়ে গেলে কিন্তু কিছু করার থাকবে না।

তিনি জানান, বৈঠকে ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইন্টারনাল কমপ্লায়েন্সে অ্যান্ড কন্ট্রোল গাইডলাইন সম্পর্কে কিছু সুপারিশ তুলে ধরেছে। আমরা বলেছি এসব বিবেচনা করে দেখা হবে।

তিনি আরো জানান, ব্যাংকগুলো জানিয়েছে রিটেইল ব্যাংকিং, কনজুমার ব্যাংকিং ঋণ বিতরণ বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ঋণের মানোন্নয়নে গুরুত্ব দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এসআই/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।