বিশ্ব রফতানিতে পর্যটনশিল্পের অবদান বেড়েছে


প্রকাশিত: ০৪:৪৮ এএম, ৩১ মে ২০১৬

বিশ্বব্যাপী ভূরাজনৈতিক উত্তেজনা ও জঙ্গি আতংক পর্যটনশিল্পে কিছুটা বাধা তৈরি করলেও আবার চাঙ্গা হতে শুরু করেছে এ খাত। বিশ্ব অর্থনীতির এক-দশমাংশ আসছে বর্তমানে এ খাত থেকে। জাতিসংঘের পর্যটন সংস্থা ইউএন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন (ইউএনডাব্লিউটিও) জানায়, টানা চতুর্থ বছর বিশ্ব পর্যটনশিল্পের প্রবৃদ্ধি বৈশ্বিক পণ্য বাণিজ্যের চেয়ে বেশি হয়েছে। ফলে বিশ্ব রফতানিতে পর্যটনশিল্পের অবদান ২০১৫ সালে বেড়ে হয়েছে ৭ শতাংশ।

আন্তর্জাতিক পর্যটন থেকে মোট রফতানি আয় এসেছে ১.৪ ট্রিলিয়ন ডলার। ২০১৫ সালে বিশ্বে পর্যটক গমনও বেড়েছে ৪.৪ শতাংশ। ইউএনডাব্লিউটিওর সেক্রেটারি জেনারেল তালেব রিফাই বলেন, আন্তর্জাতিক বাণিজ্য ও সেবায় এখন গুরুত্বপূর্ণ অংশীদার পর্যটনশিল্প। সম্প্রতি কিউবার হাভানায় অনুষ্ঠিত এক সম্মেলনে তিনি আরো বলেন, বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ হলেও ২০১৫ সালে উল্লেখযোগ্য হারে ব্যয় বেড়েছে পর্যটনশিল্পে। এ খাত থেকে এসেছে বিপুলসংখ্যক কর্মসংস্থান।

তিনি বলেন, পর্যটনশিল্প থেকে বিশ্ব রফতানির ৭ শতাংশ ও সেবা খাতের ৩০ শতাংশ আসছে। গত বছর বিশ্ব বাণিজ্যে যেখানে প্রবৃদ্ধি এসেছে ২.৮ শতাংশ, সেখানে রফতানি ও সেবায় পর্যটন থেকে প্রবৃদ্ধি এসেছে যথাক্রমে ৬ ও ৭ শতাংশ।

সংস্থা জানায়, গত বছর বিশ্বের বিভিন্ন দেশে ১২০ কোটি মানুষ ভ্রমণ করে। পর্যটকদের কাছে সবচেয়ে পছন্দের স্থান ছিল রাশিয়াসহ ইউরোপীয় অঞ্চল। এ অঞ্চলে ৬০৯ মিলিয়ন মানুষ ভ্রমণ করে। এরপরের অবস্থানে রয়েছে এশিয়া প্যাসিফিক অঞ্চল। এ দেশগুলোতে ভ্রমণ করে ২৭৭ মিলিয়ন মানুষ। আমেরিকা অঞ্চলে ভ্রমণ করে ১৯০ মিলিয়ন পর্যটক। তবে গত বছর উত্তর আফ্রিকা অঞ্চলে পর্যটক গমন কমে ৮ শতাংশ। এএফপি, টর্নোস নিউজ।

জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।