ভিশন এম্পোরিয়াম নিয়ে এলো উমরাহ কাফেলা ক্যাম্পেইন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:১৩ পিএম, ১৩ এপ্রিল ২০২৫

দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএলের ইলেকট্রনিক্স রিটেইল চেইন শপ ভিশন এম্পোরিয়াম ‘উমরাহ কাফেলা’ নামে একটি ক্যাম্পেইন চালু করেছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে ভিশন এম্পোরিয়ামের ক্রেতারা উমরাহ পালনের সুযোগ পাবেন।

সম্প্রতি আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল রাজধানীর বাড্ডার প্রাণ সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ক্যাম্পেইনটি উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আর এন পাল বলেন, ক্যাম্পেইনটির মাধ্যমে ভিশন এম্পোরিয়াম তার গ্রাহকদের জীবনকে অর্থপূর্ণ এবং ফলপ্রসূ অভিজ্ঞতা দিয়ে সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা আশা করি, উমরাহ কাফেলা অফারটি ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করবে এবং তাদের উমরাহ পালনের স্বপ্নকে বাস্তবে রূপ দেবে।

ভিশন এম্পোরিয়ামের যেকোনো শোরুম বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে ৫,০০০ টাকার বেশি মূল্যের পণ্য কিনলে গ্রাহকরা স্বয়ংক্রিয়ভাবে এই ক্যাম্পেইনে অংশগ্রহণের যোগ্য হবেন। প্রতি সপ্তাহে একটি ইলেকট্রনিক ড্রয়ের মাধ্যমে একাধিক ভাগ্যবান বিজয়ী নির্বাচন করা হবে এবং ভিশন এম্পোরিয়ামের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে তাদের নাম ঘোষণা করা হবে। এছাড়া অন্য ধর্মাবলম্বীদের জন্য রয়েছে উমরাহ পালনের খরচের সমপরিমাণ নগদ অর্থ পুরস্কার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

ভিশন এম্পোরিয়ামের হেড অব বিজনেস শামসুজ্জামান নয়ন, হেড অব মার্কেটিং শফিক শাহিন, হেড অব সেলস রাসেল আহমেদ এবং হেড অব অপারেশন ফরহাদ-উজ-জামানসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।