বিনিয়োগ সম্মেলনে স্বাস্থ্য খাতে ৪ সমঝোতা স্মারক সই

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:৩৯ পিএম, ১০ এপ্রিল ২০২৫

বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের (বিডা) আয়োজনে চার দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫-এর শেষ দিনে বৃহস্পতিবার (১০ এপ্রিল) দেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে চারটি সমঝোতা স্মারক (এমও ইউ) স্বাক্ষরিত হয়েছে। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, হাসান মোহিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, আবুধাবিভিত্তিক দ্য এন্টারপ্রেনার্স গ্রুপ এবং বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর মধ্যে একটি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বিজ্ঞাপন

দ্বিতীয়ত: হাসান মোহিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এবং দ্য এন্টারপ্রেনার্স গ্রুপ-এর মধ্যে আরেকটি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

তৃতীয়ত: হাসান মোহিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস এবং দ্য এন্টারপ্রেনার্স গ্রুপ-এর মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

চতুর্থত হাসান মোহিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস এবং জেপিজি ইনভেস্টমেন্টস-এর মধ্যে আরেকটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।