বিনিয়োগ সম্মেলনের শেষ দিনে ডিজিটাল ইকোনমি সেশন অনুষ্ঠিত

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:৫২ পিএম, ১০ এপ্রিল ২০২৫

বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫-এর শেষ দিনে সিটি এনএ, বিডা এবং ইউএনডিপির যৌথ উদ্যোগে একটি ডিজিটাল ইকোনমি সেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত এ সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নীতিগত উপদেষ্টা ফাইজ আহমাদ তাইয়েব।

এছাড়া, বিডা, ইউএনডিপি এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর যৌথ উদ্যোগে একটি রাউন্ডটেবিল আলোচনাও অনুষ্ঠিত হয়। আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, শাসনব্যবস্থা এবং দায়িত্বশীল ব্যবসা পরিচালনার সংযোগের মাধ্যমে মর্যাদাপূর্ণ কর্মসংস্থান সৃষ্টি বিষয়টি তুলে ধরা হয় বলে জানান প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সেক্রেটারি সুচিস্মিতা তিথি।

বিজ্ঞাপন

কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।