বাংলাদেশে ব্যবসার সুযোগ খুঁজছে পাকিস্তানের এংগ্রো

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:৩১ পিএম, ১০ এপ্রিল ২০২৫
প্রধান উপদেষ্টার সঙ্গে এংগ্রো হোল্ডিংসের সিইওর সাক্ষাৎ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের এংগ্রো হোল্ডিংসের সিইও আবদুল সামাদ দাউদ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে তিনি টেলিযোগাযোগ জ্বালানি খাতে সুযোগ নিয়ে আলোচনা ও আগ্রহ প্রকাশ করেন।

আবদুল সামাদ দাউদ বলেন, আমরা বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে অপার সম্ভাবনা দেখছি। পাশাপাশি, ভোলার গ্যাস বিতরণে অংশীদার হয়ে দেশের শিল্পখাতকে শক্তিশালী করতে পারি বলেও মনে করি।

বিজ্ঞাপন

এ সময় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এংগ্রোর আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, আমাদের উচিত এমন দীর্ঘমেয়াদি প্রকল্পে মনোযোগ দেওয়া, যা মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে যোগ দিতে দাউদ ঢাকা সফর করেন। চার দিনব্যাপী এই সম্মেলনের প্রশংসা করে তিনি বলেন, বিডা আয়োজিত সম্মেলনটি খুবই আন্তরিক ও লক্ষ্যভিত্তিক ছিল। একই ছাদের নিচে এতসব শীর্ষ কোম্পানিকে দেখে আমি অভিভূত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ড. ইউনূস এংগ্রো নেতৃত্বকে আবারও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন, আপনাদের আবার আসার আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ কেবল বিনিয়োগকারীদের জন্যই নয়, বিশ্বের জন্য অনেক কিছু দিতে পারে।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এসময় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকি, এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং প্রধান সচিব সিরাজউদ্দিন সাথীও উপস্থিত ছিলেন।

কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।