শেয়ারবাজারে ঢালাও দরপতন, কমেছে লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ২৩ মার্চ ২০২৫

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঢালাও দরপতন হয়েছে। সব খাতের অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমায় কমেছে প্রধান মূল্যসূচক। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। 

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম কমার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। এতে এ বাজারটিতেও মূল্যসূচকের পতন হয়েছে। তবে এ বাজারটিতে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে।

বিজ্ঞাপন

এদিন ডিএসইতে ভালো, মন্দ, মাঝারি সব গ্রুপের বেশিরভাগ কোম্পানির শেয়ার দাম কমেছে। সেই সঙ্গে কমেছে অধিকাংশ মিউচুয়াল ফান্ডের দাম। ভালো কোম্পানি বা ‘এ’ গ্রুপের ২২১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে মাত্র ৫৬টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে কমেছে ১৩১টির এবং ৩৪টির দাম অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ‘বি’ গ্রুপের মাত্র ৭টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে। আর কমেছে ৭১টি এবং ৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

পচা বা ‘জেড’ গ্রুপের ৯৫টি কোম্পানির মধ্যে ২০টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৫১টির এবং ২৪টির দাম অপরিবর্তিত রয়েছে। আর ৩৬টি মিউচুয়াল ফান্ডের মধ্যে মাত্র ৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১২টির এবং ১৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন

এতে দিনের লেনদেন শেষে ডিএসইতে সবখাত মিলে ৮৩টি কোম্পানির শেয়ার দাম বাড়ার তালিকায় নাম লেখাতে পেরেছে। বিপরীতে দাম কমেছে ২৫৩টির। আর ৬২টির দাম অপরিবর্তিত রয়েছে। ফলে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৮ পয়েন্ট কমে ৫ হাজার ১৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

তবে অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৮ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রধান মূল্যসূচকের পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৪২১ কোটি ২৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৯৭ কোটি ১৩ লাখ টাকা। সে হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৭৫ কোটি ৮৫ লাখ টাকা।

এই লেনদেনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ার। টাকার অঙ্কে কোম্পানিটির ২০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা শাহিনপুকুর সিরামিকের শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৪১ লাখ টাকার। ১১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- বাংলাদেশ শিপিং করপোরেশন, কেডিএস এক্সেসরিজ, আলিফ ইন্ডাস্ট্রিজ, ফু-ওয়াং ফুড, ওরিয়ন ইনফিউশন, উত্তরা ব্যাংক এবং লাভেলো আইসক্রিম।

বিজ্ঞাপন

অন্য শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৩৮ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৯৩ প্রতিষ্ঠানের মধ্যে ৫৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১৯টির এবং ২১টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৯ কোটি ৯৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮ কোটি ৪৭ লাখ টাকা।

এমএএস/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।