ভ্যাট নিবন্ধন ছাড়া ৪১ জেলায় ব্যবসা করছে ২৩১০ জুয়েলারি প্রতিষ্ঠান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:১১ পিএম, ২৩ মার্চ ২০২৫

ঢাকার বাইরে ৪১ জেলার ২ হাজার ৩১০টি জুয়েলারি প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন নেই। আর ঢাকা মহানগরীর ২ হাজার ৩৩০ জুয়েলারি প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন নেই।

সম্প্রতি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে চিঠি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বাজুস সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়ের সই করা এই চিঠিতে বলা হয়, দেশের বিভিন্ন জেলায় কর ও ভ্যাট নিবন্ধনবিহীন অসংখ্য জুয়েলারি প্রতিষ্ঠান রয়েছে। এর আগে আমরা জাতীয় রাজস্ব বোর্ডকে ঢাকা মহানগরীর কর ও ভ্যাট নিবন্ধন বিহীন ২ হাজার ৩৩০টি জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা দিয়েছিলাম।

এতে বলা হয়েছে, সরকারের যথাযথ ভ্যাট আদায়ের লক্ষ্যে কর ও ভ্যাট নিবন্ধনবিহীন ৪১ জেলার ২ হাজার ৩১০টি জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা দেওয়া হলো। আশা করছি এসব জুয়েলারি প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধনের আওতায় আসলে সরকারের রাজস্ব আহরণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমএএস/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।