রমজানে স্বস্তির প্রার্থনায় আরএফএল ওয়াটার পাম্পের ফ্রি সার্ভিস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৬ এএম, ২২ মার্চ ২০২৫
মসজিদ ও মাদরাসায় বিনামূল্যে পানির পাম্প রিপেয়ার সার্ভিস দিচ্ছে আরএফএল ওয়াটার পাম্প

পবিত্র রমজান মাসে নির্বিঘ্নে ইবাদতের পরিবেশ নিশ্চিত করতে আরএফএল ওয়াটার পাম্প ‘স্বস্তির প্রার্থনা’ নামে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে। এই ক্যাম্পেইনের আওতায় দেশব্যাপী মসজিদ ও মাদরাসায় বিনামূল্যে পানির পাম্প রিপেয়ার সার্ভিস করা হচ্ছে। গত ২ মার্চ থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে ৩০ মার্চ পর্যন্ত।

রমজান মাসে মসজিদ ও মাদরাসায় পানির চাহিদা বাড়ে। আরএফএল ওয়াটার পাম্প এ উদ্যোগের মাধ্যমে নিরবচ্ছিন্ন পানির সরবরাহ নিশ্চিত করতে চায়, যেন ধর্মপ্রাণ মানুষেরা স্বস্তিতে ইবাদত করতে পারেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

আরএফএলের কাস্টমার কেয়ারের টোল-ফ্রি নম্বরে (০৮০০৭৭৭৭৭৭৭) কল করে অথবা আরএফএল ওয়াটার পাম্পের অফিসিয়াল ফেসবুক পেজে বার্তা পাঠানোর মাধ্যমে এ সেবা পাওয়া যাবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রমজানে স্বস্তির প্রার্থনায় আরএফএল ওয়াটার পাম্পের ফ্রি সার্ভিস

আরএফএল গ্রুপের হেড অব মার্কেটিং মো. শরিফুল ইসলাম বলেন, রমজান সংযম ও ইবাদতের মাস। ধর্মপ্রাণ মুসলমানরা যাতে নির্বিঘ্নে ইবাদত করতে পারেন, সে লক্ষ্যে আমাদের এই উদ্যোগ। আরএফএল গ্রুপ সবসময় মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দেয়, এই কার্যক্রম তারই প্রতিফলন।

কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।