এবার ঈদে নতুন টাকা ছাড়া হবে না যে কারণে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১০ পিএম, ১০ মার্চ ২০২৫

প্রতি বছরের মতো এবারও ঈদুল ফিতরের আগে নতুন নোট বিনিময়ের জন্য দিনক্ষণ ঠিক করে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। আগামী ১৯ মার্চ থেকে নতুন নোট বিনিময়ের নির্দেশনাও ছিল। কিন্তু হঠাৎ করেই ঈদ ঘিরে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় স্থগিত করলো বাংলাদেশ ব্যাংক।

মূলত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে নতুন ডিজাইনের নোট বাজারে আনতে না পারায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা।

বিজ্ঞাপন

পাশাপাশি ব্যাংকের শাখায় আগের ডিজাইনের যেসব নতুন নোট রয়েছে তা-ও বাজারে না ছেড়ে পুনঃপ্রচলনযোগ্য টাকা দিয়ে সব ধরনের লেনদেন করতে বলা হয়েছে। আগামী মে মাসে নতুন ডিজাইনের নোট বাজারে আসতে পারে বলে জানান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সোমবার (১০ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম পরিচালক মো. আনোয়ার হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন নোট বিনিময় স্থগিত থাকবে। অর্থাৎ, ঈদ উপলক্ষে ১৯ মার্চ থেকে জনসাধারণের মধ্যে যে নতুন টাকা ছাড়ার কথা ছিল তা বন্ধ থাকবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জনসাধারণের মাঝে ফ্রেশ নোট বা নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ করা হয়েছে। ব্যাংকগুলোর শাখায় যেসব ফ্রেশ নোট গচ্ছিত রয়েছে তা বিনিময় না করে সংশ্লিষ্ট শাখায় সংরক্ষণ করতে বলা হয়েছে। পুনঃপ্রচলনযোগ্য নোট দ্বারা সব নগদ লেনদেন কার্যক্রম সম্পাদন করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও পরামর্শ দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, ঈদুল ফিতর উপলক্ষে ১৯ মার্চ থেকে বাংলাদেশ ব্যাংকসহ ব্যাংকগুলোর বিভিন্ন শাখা থেকে নতুন টাকা বিনিময় হওয়ার কথা। এবার ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট দেওয়ার কথা ছিল। আগামী ২৫ মার্চ পর্যন্ত জনসাধারণ ও গ্রাহকদের মধ্যে নতুন নোট বিনিময়ের পরিকল্পনা ছিল। এর মধ্যে নতুন নোট বিতরণ বন্ধ রাখার সিদ্ধান্ত এলো।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জাগো নিউজকে বলেন, এবার ঈদে নতুন নোট বিনিময় হবে না। তবে বাজারে যেসব নোট রয়েছে, সেগুলোর প্রচলন অব্যাহত থাকবে।

ইএআর/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।