ফ্যাশন সচেতনদের জন্য লিলি নিয়ে এলো প্রিটি পাউট টিন্টেড লিপগ্লস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
বিউটি ট্রেন্ডে ব্যাপক সাড়া ফেলছে লিপগ্লস

সাম্প্রতিক সময়ে বিউটি ট্রেন্ডে ব্যাপক সাড়া ফেলছে লিপগ্লস। আর তাই ফ্যাশন সচেতন নারীদের চাহিদাকে প্রাধান্য দিয়ে রিমার্ক এলএলসি ইউএসএর অ্যাফিলিয়েটেড বিউটি ব্র্যান্ড ‘লিলি’ বাজারে নিয়ে এসেছে ক্যান্ডি, গ্লিটজ, জলি, বাবলস ও ইউনিকর্ন- এই ৫ শেইডের লিলি প্রিটি পাউট টিন্টেড লিপগ্লস।

এই টিন্টেড লিপগ্লসগুলোতে রয়েছে আলমন্ড অয়েল, যা ঠোঁটের ময়েশ্চার ধরে রাখে, ফাটাভাব দূর করে, ঠোঁট রাখে মসৃণ। এছাড়াও রয়েছে হুইট জার্ম অয়েল, যা ঠোঁটকে করে শাইনি ও ময়েশ্চারাইজড। এটি ননস্টিকি হওয়ায় খুব সহজেই ঠোঁটে ব্যবহার করা যায়।

বিজ্ঞাপন

রিমার্ক এইচবি লিমিটেডের কালার কসমেটিকসের ক্যাটাগরি হেড সিনিয়র অপারেটিভ ডিরেক্টর হাসান ফারুক বলেন, লিলির অন্যান্য পণ্যের মতো এই লিপগ্লস রেঞ্জটিও অল্প সময়েই সৌন্দর্য পিপাসুদের মধ্যে সাড়া ফেলতে সক্ষম হবে বলে আমরা মনে করি। এই লিপগ্লস রেঞ্জটির কালারফুল শেড ও শাইনি লুক নারীদের সৌন্দর্যে যোগ করবে ভিন্ন এক মাত্রা।

ফ্যাশন সচেতনদের জন্য লিলি নিয়ে এলো প্রিটি পাউট টিন্টেড লিপগ্লস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ক্যাজুয়াল মিটআপ, অফিস মিটিং, ক্লাস প্রেজেন্টেশন, পার্টি বা যে কোনো ইভেন্টে গ্ল্যামলুককে আরও বাড়িয়ে দিতে লিলি প্রিটি পাউট টিন্টেড লিপগ্লস রেঞ্জ ভোক্তাদের মন কেড়ে নেবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

বাংলাদেশের বাজারে বিদেশি আমদানিনির্ভর প্রসাধনী পণ্যের পরিবর্তে অথেনটিক ও আধুনিক প্রযুক্তিতে তৈরি পণ্য মানুষের হাতের পৌঁছে দেওয়ার পাশাপাশি বিশ্ববাজারে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে রিমার্ক এইচবি লিমিটেডের বিউটি ব্র্যান্ড ‘লিলি’।

কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।