ঈশ্বরদী ইপিজেডে পরচুলা কারখানা করবে চীনা কোম্পানি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৫ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
ঈশ্বরদী ইপিজেডে পরচুলা কারখানা করবে চীনা কোম্পানি

ঈশ্বরদী ইপিজেডে পরচুলা কারখানা স্থাপন করতে যাচ্ছে মেসার্স বাংলাদেশ হাইজিনটান হেয়ার প্রোডাক্টস কোম্পানি লিমিটড নামের একটি চীনা প্রতিষ্ঠান। সেখানে তারা ৩৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার বিনিয়াগ করবে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) এ বিষয়ে রাজধানীর গ্রিন রোডে বেপজা কার্যালয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপিস্থিতিতে বেপজার সদস্য (প্রকৌশল এবং বিনিয়াগ উন্নয়ন-অতিরিক্ত দায়িত্ব) মো. ইমতিয়াজ হোসন ও কোম্পানির চেয়ারম্যান গাও টায়ানজু নিজ নিজ প্রতিষ্ঠানর পক্ষে চুক্তিতে সই করন।

চীনা কোম্পানিটি বার্ষিক ৬৯ লাখ ৮০ হাজার পরচুলা ও চুল সংশ্লিষ্ট পণ্য তৈরি করবে যার ফলে এক হাজার ৪৭৪ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান বিনিয়াগের স্থান হিসেবে ঈশ্বরদী ইপিজেডকে বেছে নেওয়ায় বাংলাদেশ হাইজিনটান হেয়ার প্রোডাক্টস কোম্পানিকে ধন্যবাদ জানান এবং বিনিয়াগকারীদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ প্রদানে অঙ্গীকার ব্যক্ত করন।

তিনি বৈচিত্র্যময় বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য বাংলাদেশ হাইজিনটান হয়ার প্রোডাক্টসসহ অন্যান্য চীনা বিনিয়াগকারীদের আহ্বান জানান।

অনুষ্ঠানে বেপজার সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়াগ উনয়ন) মো. তানভীর হাসন, নির্বাহী পরিচালক (এটারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) মো. তাজিম-উর-রহমান এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এএসএম আনোয়ার পারভেজসহ বাংলাদশ হাইজিনটান হয়ার প্রোডাক্টস কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলন।

এসআরএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।