ফরিদপুরের সব আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০১:২৪ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৫

ফরিদপুরে নয়টি উপজেলা নিয়ে গঠিত চারটি সংসদীয় আসনের সবগুলোতে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা জামায়াতের আমির মো. বদরউদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের কবি জসিমউদ্দীন হলে দায়িত্বশীলদের নিয়ে এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

জানা যায়, ফরিদপুর-১ আসনে ঢাকা জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াছ মোল্লাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান ও মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের কালপোহা গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফরিদপুর-২ আসনে মনোনীত প্রার্থী নগরকান্দা উপজেলা জামায়াতের আমির মাওলানা সোহরাব হোসেন। তিনি নগরকান্দার তালমা নাজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও উপজেলার তালমা এলাকার বাসিন্দা। তিনি এর আগে নগরকান্দা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন।

ফরিদপুর-৩ সদর আসনে জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও ফরিদপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক আব্দুত তাওয়াবকে প্রার্থী করা হয়েছে। তিনি বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও ফরিদপুর শহরের লক্ষীপুরের বাসিন্দা। আব্দুত তওয়াব এর আগে ফরিদপুর পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন।

ফরিদপুর-৪ আসনে ভাঙ্গা উপজেলা জামায়াতের আমির মাওলানা সরোয়ার হোসেনকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তিনি ভাঙা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি উপজেলার মালিগ্রাম ইউনিয়নের পাঁচকুল গ্রামের বাসিন্দা ও তারাইল আলিম মাদ্রাসার শিক্ষক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফরিদপুর জেলা জামায়াতের আমির মো. বদরউদ্দিন জাগো নিউজকে বলেন, ফরিদপুরের চারটি আসনে প্রার্থী দেওয়ার ব্যাপারে কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী যাচাইবাছাই করে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

এন কে বি নয়ন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।