ঝালকাঠিতে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ১১:২৩ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৫

ঝালকাঠির রাজাপুরে পূর্ব শত্রুতার জেরে আবুল বাসার (৪৫) নামে এক রাজমিস্ত্রিকে চাকু দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাউথপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল বাসার ওই গ্রামের মৃত তানজের আলী হাওলাদারের ছেলে।

নিহতের মামা রেজাউল করিম জানান, পূর্ব শত্রুতার জেরে ওই এলাকার পান্নু খান, তার ছেলে নাজমুল হাসান খান ধারালো অস্ত্র দিয়ে শরীরে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যান। স্থানীয়রা তাকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িতদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

মো. আতিকুর রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।