কুরিয়ারে পাঠানোর সময় জব্দ ১৫ লাখ টাকার নকল সিগারেট

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৯:২০ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৫

পাবনার ঈশ্বরদীতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিবহনের সময় ৩০ হাজার প্যাকেট নকল সিগারেট ও বিড়ি জব্দ করেছে বিজিবি। রোববার (২ ফেব্রুয়ারি) রাতে ঈশ্বরদী থানার সামনে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে এসব সিগারেট ও বিড়ি জব্দ করা হয়। জব্দকৃত এসব তামাকপণ্যের বাজার মূল্য ১৪ লাখ ৮০ হাজার টাকা বলে জানা গেছে।

কুরিয়ারে পাঠানোর সময় জব্দ ১৫ লাখ টাকার নকল সিগারেট

বিজ্ঞাপন

বিজিবির কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন।

তিনি জানান, আমরা জানতে পারি ভেড়ামারা বাহাদুরপুর থেকে কিছু কালোবাজারি ঈশ্বরদীর এসএ পরিবহনের মাধ্যমে নকল বিড়ি ও সিগারেট দেশের বিভিন্ন জেলায় পাঠাচ্ছে। অভিযান চালিয়ে সেগুলো জব্দ করি। যিনি এটি বুকিং দিয়েছেন সেই নম্বরে একবার কথা বলার পর থেকে মোবাইলটি বন্ধ করে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কুরিয়ারে পাঠানোর সময় জব্দ ১৫ লাখ টাকার নকল সিগারেট

তিনি আরও জানান, অভিযানে নকল ১৭ হাজার ৬০০ প্যাকেট বিড়ি ও ১৩ হাজার প্যাকেট সিগারেট রয়েছে জব্দ করা হয়। যার বাজার মূল্য সর্বমোট ১৪ লাখ ৮০ হাজার টাকা। এসব সিগারেট ও বিড়ি ঈশ্বরদী কাস্টমস অফিসে জমা রাখা হয়েছে।

শেখ মহসীন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।