কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সুমন, সদস্য সচিব ওয়াসিম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:৩১ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৫

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনকে আহ্বায়ক ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রসংসদের সর্বশেষ ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্য সচিব করে এ কমিটি ঘোষণা করা হয়।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

কমিটিতে অন্যদের মধ্যে রয়েছেন ১ নম্বর যুগ্ম-আহ্বায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম ও যুগ্ম-আহ্বায়ক আমিরুজ্জামান আমীর এবং সদস্য হিসেবে রয়েছেন বিলুপ্ত কমিটির আহ্বায়ক হাজী আমিন-উর রশীদ ইয়াছিন।

এর আগে ২০২২ সালের ৩০ মে কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিন-উর রশীদ ইয়াছিনকে আহ্বায়ক ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিনকে সদস্য সচিব করে ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। পরে গত ২ জানুয়ারি ওই কমিটি বিলুপ্ত করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নবঘোষিত কমিটির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন বলেন, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ বিএনপি গড়ে তোলা হবে। এতে দলের ত্যাগী, পরীক্ষিত নেতারা স্থান পাবেন। দলীয় গঠনতন্ত্র ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলকে শক্তিশালী করা হবে। কমিটির প্রথম কাজ হবে উপজেলা সম্মেলন করা।

জাহিদ পাটোয়ারী/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।