ব্রাহ্মণবাড়িয়ায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আলীয়াবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শিহাব উদ্দিন (২৫) ও বোরহান উদ্দিন (২৪)। শিহাব পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের রফিক মিয়ার ছেলে এবং বোরহান উদ্দিন একই এলাকার ফরিদ মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

রাসেল নামে এক প্রত্যক্ষদর্শী জানান, মোটরসাইকেলটি দ্রুতগতিতে এসে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত বোরহানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকায় নেওয়ার পথে বোরহান মারা যান।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।