প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষ

সিলেটে মাজার জিয়ারতে যাওয়ার পথে মা-ছেলে-বোনসহ নিহত ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিলেট
প্রকাশিত: ০৪:১৩ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৫
সিলেটে মাজার জিয়ারতে যাওয়ার পথে ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন

সিলেটে মাজার জিয়ারতে যাওয়ার পথে ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) ভোরে সিলেটের ওসমানীনগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের উনিশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পলাশ দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

jagonews24

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহতরা হলেন ঢাকার ডেমরার আশুলিয়া এলাকার সায়মা আক্তার (৩৫), তার ছেলে আয়ান (৬), বোন শামীমা ইয়াসমিন (৩৮) ও তাদের খালাতো ভাই সোহেল ভূইয়া (৩৮)। নিহত সোহেল ভূইয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জের মোগড়াপাড়া গ্রামের বাসিন্দা।

নিহতেদের মধ্যে দুজন ঘটনাস্থলে ও বাকি দুজন সিলেট ওসমানী মেডিকের কলেজ হাসপাতালে নেওয়ার পরে মারা যান। হতাহতরা ঢাকার ডেমরা থেকে সিলেটে মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসছিলেন বলে জানা গেছে।

জামিল আহমেদ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।